Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জানুয়ারি ২০২৫

নিনমাস, শাহবাগ, ঢাকা


 

ইনষ্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড আলট্রাসাউন্ড
বি.এস. এম মেডিক্যাল ইউনিভার্সিটি ক্যাম্পাস, ব্লক-ডি, ৮-১১ তলা, শাহবাগ, ঢাকা ১০০০।
ফোন: ৯৬৭৫৪৮৭ ফ্যাক্স: ৮৬২৫৬১১, ই-মেইল :inm@bol-online.com

ভূমিকাঃ

নিউক্লিয়ার টেকনোলজী ব্যবহার করে মানুষকে বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ১৯৮০ সালে ইনস্টিটিউট অব্‌ পোষ্ট গ্র্যাজুয়েট এন্ড রিসার্চ (আইপিজিএমআর) এর "এ- ব্লক" এ ইনস্টিটিউট অব্‌ নিউক্লিয়ার মেডিসিন এন্ড আল্ট্রাসাউন্ড (আইএনএমইউ ) প্রথম স্থাপিত হয়। বর্তমানে এটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের “ডি-ব্লক” এর নবনির্মিত ১৮তলা ভবনের ৮ম তলা হইতে ১১তম তলায় প্রায় ৬০,০০০ বর্গফুট আয়তন জুড়ে অবস্থিত। সর্বাধুনিক সিঙ্গেল ও ডাবল স্পেক্ট গ্যামা ক্যামেরা সংযোজিত ইনস্টিটিউটটি বর্তমাতে অন্‌কোলজি, কার্ডিওলজি, নেফ্রোলজি, এবং সেরিব্রাল স্ক্যানিং এর মত আধুনিক পরীক্ষা করতে সক্ষম। পজিট্রন ইমিশন টমোগ্রাফি (পেট) - এর উত্তরোত্তর গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় ইনস্টিটিউটে একটি "পেট-সিটি এন্ড সাইক্লোট্রন" স্থাপনের প্রকল্প বর্তমানে বাস্তবায়নাধীন আছে, যা  আইএনএমইউ কে বাংলাদেশের পরমানু চিকিৎসার ক্ষেত্রে "সেন্টার  অব্‌ এক্সচেলেন্স" হিসাবে প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।

আমাদের লক্ষ্যঃ

 আগামী ১০ হতে ১৫ বছরের মধ্যে নিউক্লিয়ার মেডিসিন থেরাপী, টারগেটেড রেডিওনিউক্লাইড থেরাপী, রেডিওফার্মেসী, পেট- রেডিওফার্মাসিউটিক্যালস, নিউক্লিয়ার অন্‌কোলজি, পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেডিসিন, নিউক্লিয়ার নেফ্রোলজি এবং নিউক্লিয়ার কার্ডিওলজি থেকে অভুতপূর্ব উন্নতি সাধিত হবে। পরমানু চিকিৎসার ক্ষেত্রে এসকল ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের লক্ষ্য গুলো হলো :

 ১। রোগ নির্ণয় এবং থেরাপীর ক্ষেত্রে সামর্থ বাড়ানো।
 ২। শিক্ষা ও গবেষনা কার্যক্রম বাড়ানো।
 ৩। মানব সম্পদ উন্নয়ন।

অরগানোগ্রামঃ

ইনস্টিটিউট অব্‌ নিউক্লিয়ার মেডিসিন এন্ড আল্ট্রাসাউন্ড (আইএনএমইউ ) এর অরগানোগ্রাম ন্মিরুপ: